'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে জারি অন্তর্বর্তী স্থগিতাদেশ

নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই ও ইডি-র দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

author-image
Pallabi Sanyal
New Update
sc abhishek

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর জারি হল অন্তর্বর্তী স্থগিতাদেশ

নিজস্ব সংবাদদাতা : সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর জারি হল অন্তর্বর্তী স্থগিতাদেশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। আগামী ২৪ এপ্রিল অভিষেকের আবেদনের শুনানি শুনবে বলে জানালো শীর্ষ আদালত।
 প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।  সিবিআই ও ইডি-র দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এমনকি, অভিষেকের ২৯ মার্চের সভায় রাখা বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের মিল রয়েছে বলেও জানিয়েছিলেন বিচারপতি। পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তবে এখনই করা যাবে না জেরা।