তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী- কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না- বিস্ফোরক কুণাল ঘোষ

কি বললেন কুণাল ঘোষ?

author-image
Aniket
New Update
Kunal ghosh

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার তিলোত্তমার নামে বসানো মূর্তি নিয়ে নিজের বার্তা দিলেন কুণাল ঘোষ।

kunal ghj.jpg

তিনি ট্যুইট করে বলেছেন, "তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না। শিল্পের নামেও না। প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি থাকবেই। কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, নামে দেশে গাইডলাইন আছে"।

kunal ghoshw1.jpg

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .