কীভাবে আহত হয়েছিলেন যাদবপুরের ছাত্র! এবার স্পষ্ট করে দিলেন মা

আহত ছাত্রের মা অভিযোগ করেছেন, মন্ত্রীর গাড়িই ধাক্কা মেরেছিল ছেলেকে।

author-image
Tamalika Chakraborty
New Update
Jadavpur University

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্দ্রানুজ রায় হাসপাতালে চিকিৎসাধীন। এসএফআই-এর দাবি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় পিষ্ট হয়েছেন তিনি। এই অভিযোগকে সামনে রেখে মিছিলে ব্যানারে লেখা হয়েছে, “আমার ভাইয়ের রক্তে রাঙা ব্রাত্য বসুর গাড়ির চাকা।”

এদিকে, ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইন্দ্রানুজের বাবা জানিয়েছেন, মন্ত্রী সহানুভূতি প্রকাশ করলেও তাঁর ছেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে স্পষ্ট কোনো আশ্বাস দেননি। তবে বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এবার ঘটনার বিষয়ে মুখ খুললেন ইন্দ্রানুজের মা। হাসপাতালে ছেলেকে দেখতে গিয়ে তিনি বলেন, “খবর পাওয়ার পর আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। যে-ই হোক না কেন, আমার ছেলে বা অন্য কেউ—এভাবে রক্তাক্ত হওয়া কাম্য নয়। আমি রাজনীতির মানুষ নই, শিক্ষাজগতের সঙ্গে যুক্ত। রাজনৈতিক বিতর্কে যাব না।”

তিনি আরও বলেন, “মাননীয় শিক্ষামন্ত্রী ফোন করে বাবাকে দুঃখপ্রকাশ করেছেন। আমাকে বলার কথাও বলেছেন। সহানুভূতির সঙ্গেই কথা বলেছেন। ইন্দ্রানুজও দুর্ঘটনার দিন মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিল। সেদিনও তিনি ভালোভাবে কথা বলেছিলেন। তবে পরে আশপাশের লোকজন হঠাৎ করে ওনাকে টেনে গাড়িতে তুলে নেয়। গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ আহত হয়েছে, তবে এটা ইচ্ছাকৃত কিছু নয়, নিছক দুর্ঘটনা।”

এই ঘটনায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কার অভিযোগ ভিত্তিহীন এবং আসল কারণ ‘স্কুটি তত্ত্ব’। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকেও তিনি একই দাবি করেন। তবে ইন্দ্রানুজের মা স্পষ্টতই বলেছেন, “ধাক্কাটা ওই গাড়িতেই লেগেছে।” যদিও তিনি কোনো রাজনৈতিক প্রসঙ্গ আনতে চাননি বা কাউকে দোষারোপ করেননি।

এখন পুলিশি তদন্তেই নির্ধারিত হবে আদৌ এটি দুর্ঘটনা, নাকি অন্য কিছু।