নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে কলকাতায় এবার রাস্তায় নামলেন তথ্য-প্রযুক্তি সহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনে কোনও বল প্রয়োগ করা যাবে না। আরজি করে ভাঙচুরের ঘটনার রিপোর্ট ২২ অগাস্টের মধ্যে রাজ্যকে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
/anm-bengali/media/media_files/0U0VDvVu0o34VjevFh4n.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)