নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ গুরুতর আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ি তাঁর চোখের উপর দিয়ে চলে গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত ইন্দ্রানুজের চোখে ১৪টি সেলাই পড়েছে।
চোখের পাতার গুরুতর ক্ষতি হয়েছে, ফলে এখনও ঠিকভাবে দেখতে পাচ্ছেন না তিনি।
চিকিৎসকদের পর্যবেক্ষণে আগামী তিনদিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতালের বেডে শুয়ে ইন্দ্রানুজ দাবি করেন, শান্তিপূর্ণ আলোচনার সুযোগই দেওয়া হয়নি, শিক্ষামন্ত্রীই সেটা চাননি। আলোচনা হলে গাড়ি চালিয়ে এভাবে চলে যেতে হত না। শুধু চোখই নয়, পায়ের পাতার উপর দিয়েও গাড়ি চলে গেছে, যার ফলে তীব্র যন্ত্রণা হচ্ছে।
ইন্দ্রানুজের বাবা জানান, চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হলেও আঘাতের মাত্রা নিয়ে উদ্বেগ রয়েছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। চিকিৎসকদের মতে, চোখের আঘাত মারাত্মক, এবং সুস্থ হতে সময় লাগবে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং ইন্দ্রানুজের স্বাস্থ্যের অবস্থা কোন দিকে যায়।