নিজস্ব সংবাদদাতা: আর কিছুক্ষণের মধ্যে ধর্মতলায় বিজেপির সভায় পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে ক্রমেই রাজ্য-রাজনীতিতে পারদ বাড়ছে। একদিকে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ করে একের পর এক মন্তব্য করতে শুরু করেছেন। অন্যদিকে, বিজেপি তৃণমূলকে বার বার দুর্নীতির অভিযোগে বিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন বলেন, 'আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না। শহরের মাঝখানে মঞ্চ করে নাটক হচ্ছে। আমরা বাংলার বঞ্চিত মানুষদের জন্য বিচার চাই। ১০০ দিনের বকেয়া টাকা দিক কেন্দ্র।'