ফের ইন্ডিগো! মাঝ আকাশে বিকল ইঞ্জিন, তারপর...

ফের ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Indigo

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সব ঠিকঠাকই ছিল। মঙ্গলবার দুপুর ২টো ২৯ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে উড়ে গিয়েছিল ইন্ডিগোর বিমান ৬ই৪৫৫। কিন্তু, মাত্র ২০ মিনিটের মধ্য়েই বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা যায়। একটি ইঞ্জিন বিকল হওয়ার সংকেত পাওয়া মাত্রই চিন্তা বাড়ে পাইলটের। বিপদের গন্ধ পেয়ে তড়িঘড়ি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়। কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চাওয়া হয়। সেই মতো মঙ্গলবার দুপুর ২টো ৫০ মিনিটে কলকাতার এটিসি অনুমতি দিলে জরুরি ভিত্তিতে অবতরণের তোড়জোড় শুরু হয়। সূত্রে খবর, সেই সময় বিমানের মাত্র একটি ইঞ্জিন ঠিকঠাকভাবে কাজ করছিল। বিমানে ২১৬ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু ছিলেন। ঘটনার খবর জানাজানি হতেই সকল যাত্রীরা ভয় পেয়ে যান। 

সকলকে দ্রুত বিমান থেকে নামিয়ে আনা হয়। বিমানটিতে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু করে সংশ্লিষ্ট বিমান সংস্থার ইঞ্জিনিয়ররা। কিন্তু, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যান্ত্রিক ত্রুটি ঠিক হয়নি। সেই কারণে অন্য একটি বিমান মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ ২০৪ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু-কে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়।