ফের শিরোনামে ইন্ডিগোর বিমান! মাঝ আকাশে ধোঁয়া, জরুরি অবতরণ

ইন্ডিগোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল আরও এক ঘটনা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
indigo

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার চেন্নাইগামী ইন্ডিগোর বিমানের লাগেজ হোল্ড-এ ধোঁয়া দেখা যায়। কলকাতা থেকে রওনা হওয়া ওই বিমান তড়িঘড়ি ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। নিরাপদে হয় জরুরি অবতরণ। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ৬ই ৮৯২ নম্বর বিমান উড়ান নেওয়ার পর বিপত্তি ঘটে।

কলকাতা বিমানবন্দর থেকে শনিবার দুপুর ২টো ৪৩ নাগাদ উড়ান নেয় ইন্ডিগোর বিমান। এরপর মাঝ আকাশে লাগেজ হোল্ডে ধোঁয়া বেরোনোর সঙ্কেত পান বিমানের চালক। এরপরই কলকাতা বিমানবন্দরে নামিয়ে আনা হয় ওই বিমান। তবে যাত্রীদের কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে

ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান বন্দরে নিযুক্ত আপদকালীন পরিষেবা মোতায়ন করা হয় রানওয়ের পাশে। দমকল, অ্যাম্বুলেন্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরাও তৈরি ছিলেন। শনিবার বিকেল ৩ টে ২ মিনিট নাগাদ ১৮৪ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। তবে কোথা থেকে এই ধোঁয়া এল, তা খতিয়ে দেখা হচ্ছে।