পদক পেল না দীপিকা কুমারী-কী বললেন শাশুড়ি?

ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারীকে বড় মন্তব্য করলেন শাশুড়ি অদিতি দাস।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্ক,ম্ন

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারীর শাশুড়ি অদিতি দাস বলেন, "অলিম্পিক পদক জেতার একটাই উদ্দেশ্য তাঁর। পরের বার তিনি পদক জয়ের জন্য আরও কঠোর পরিশ্রম করবেন। ও কোনও পদক জিততে না পারলেও ভাল খেলেছে এবং ১০০ শতাংশ দিয়েছে। পরের বার ও আরও শক্তিশালী হয়ে পদক জিতবে।"