নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারীর শাশুড়ি অদিতি দাস বলেন, "অলিম্পিক পদক জেতার একটাই উদ্দেশ্য তাঁর। পরের বার তিনি পদক জয়ের জন্য আরও কঠোর পরিশ্রম করবেন। ও কোনও পদক জিততে না পারলেও ভাল খেলেছে এবং ১০০ শতাংশ দিয়েছে। পরের বার ও আরও শক্তিশালী হয়ে পদক জিতবে।"