নিশ্চিন্ত থাকুন। দিনে বা রাতে যে কোনো সময়ে আপনি আপনার পার্সেল খুব কম সময়ের মধ্যে বুক করে নিতে পারবেন। যদি তবুও সমস্যা হয়, ইন্ডিয়া পোস্ট নির্ধারিত কিছু স্থানে মাইক্রো এবং ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীদের জন্য আমদানি-রফতানির ক্ষেত্রে সম্পূর্ণ সহায়তা করবে। ঐতিহাসিক জেনারেল পোস্ট অফিসে থাকছে বিশেষ চমক। পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামানের মুখ্য পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমারের সঙ্গে একান্ত আলাপচারিতার মধ্যে দিয়ে সেই তথ্যই তুলে ধরলেন এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদার।