ভারতীয় ডাক পরিষেবার পশ্চিমবঙ্গ সার্কেলে যুক্ত হল নতুন পার্সেল কাউন্টার

শেষ এক বছরে ডাক পরিষেবায় এই রাজ্য অনেক উন্নতি সাধন করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-12-06 at 16.52.47 (2)

File Picture

নিজস্ব সংবাদদাতা: হাওড়া স্টেশন সংলগ্ন ভারতীয় ডাকের উদ্যোগে রেলওয়ে মেল পরিষেবায় এবার থেকে যুক্ত হয়ে গেল নতুন ‘পার্সেল কাউন্টার’। আজ সেই পার্সেল কাউন্টার সহ নতুন সংস্কার ভবন এবং মেল এজেন্ট ইউনিটের উদ্বোধন হয়ে গেল হাওড়া স্টেশনের ডিআরএম বিল্ডিং-এ। 

এম এ হাওড়া বিল্ডিং সম্প্রতি একটি খুব আধুনিক চেহারা সঙ্গে স্থানান্তরিত করা হয়েছে। আগে এই স্থানে কোনো পার্সেল কাউন্টার ছিল না। তাই এই পার্সেল কাউন্টারটি যুক্ত হওয়ায় রেলওয়ে মেল পরিষেবা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

WhatsApp Image 2024-12-06 at 16.52.46

এদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডাকের পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার সহ এই বিভাগের অন্যান্য সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নীরজ কুমারের হাত ধরেই আজ নতুন পার্সেল কাউন্টার এবং সংস্কার করা ভবনের উদ্বোধন হয়। 

মূলত শেষ এক বছরে ডাক পরিষেবায় এই রাজ্য অনেক উন্নতি সাধন করেছে। গত বছরের ২৩৫, ৩১৫ এবং ৯৩৬ গ্রাম পার্সেল পারফরম্যান্সকে অতিক্রম করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে পশ্চিমবঙ্গ সার্কেল। তার সাথেই যুক্ত হয়েছে আরও কৃতিত্ব। পশ্চিমবঙ্গ সার্কেল দ্বারা গৃহীত বিভিন্ন নতুন উদ্যোগ যেমন মোবাইল পার্সেল ভ্যান, বিভিন্ন পোস্ট অফিসে বর্ধিত পার্সেল কাউন্টার ইত্যাদি ডাক পরিষেবাকে আরও উন্নততর করে তুলেছে।

WhatsApp Image 2024-12-06 at 16.52.46 (1)

মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই বিশেষ পার্সেল কাউন্টার পার্সেল এবং অন্যান্য সমস্ত নিবন্ধ বুক করবে। এই কাউন্টারের অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি হাওড়া স্টেশন এবং নিকটতম মেট্রো আউটলেটের কাছাকাছি হয়েছে। যার ফলে নিত্যদিনের ব্যবসা এবং দৈনন্দিন যাত্রীদের পরিষেবা প্রদান করা সহজতর হবে৷