ব্যারাকপুরে ভারতীয় ডাক বিভাগ আর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের যৌথ প্রচেষ্টায় "ডাক-বৈঠক"

ডাক-বৈঠক করা হল আয়োজন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-07-31 at 4.15.05 PM

নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুরে ভারতীয় ডাক বিভাগ আর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের যৌথ প্রচেষ্টায় একটি "ডাক-বৈঠক" আয়োজিত হল কলেজের বিভূতি ভূষণ হলে ৩০ জুলাই। বিগত কয়েক বছর যাবৎ ভারতীয় ডাক বিভাগ "ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম" -এর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নকে পাথেয় করে নারীর উন্নয়ণের উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রচুর সরকারী কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডাক বিভাগের ব্যারাকপুর ডিভিশন সমগ্ৰ অনুষ্ঠানটি আয়োজন করে। 

ব্যারাকপুরে ডাক বিভাগের এই সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল মাননীয় শ্রী নীরজ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন অশোক কুমার, কলকাতার পোস্ট মাস্টার জেনারেল। এছাড়া অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন বি আর এস কলেজের সভাপতি শ্রী দেব রায় চৌধুরী, প্রধান অধ্যক্ষ শ্রী মনোজিৎ রায়, উত্তর ব্যারাকপুরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী মলয় কুমার ঘোষ, ব্যারাকপুর সাব ডিভিশনের এস ডি ও শ্রী সৌরভ বারিক, চেম্বার অফ কমার্সের সভাপতি শ্রী চিরঞ্জীব ঘোষ, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের জি এম শ্রী সুমিত চ্যাটার্জী ও স্থানীয় কাউন্সিলর শ্রী অভিজিৎ রায়। 

এই সভার মূল উদ্দেশ্য ছিল যারা বর্তমান সমাজের বিভিন্ন সেক্টরে, যেমন আই সি ডি এস, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং অন্যান্য সঞ্চয় বিভাগে উদ্যোক্তা হিসাবে কাজ করছেন এমন মহিলাদের সাথে ডাক বিভাগের যোগাযোগ করানো। এছাড়া সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে শ্রী নীরজ কুমার এজেন্ট মহিলাদের সাথে মানানসই বেশ কিছু ডাক বিভাগের বিভিন্ন সরকারী প্রকল্প কি ভাবে নিয়োজিত করা যায় তার ব্যাখ্যা করেন। কলেজের প্রচুর ছাত্রীদের ব্যাপক সাড়া ও উৎসাহ চোখে পড়ে। সভার সামগ্ৰিক দায়িত্ব ভারে ছিলেন ব্যারাকপুর ডিভিশনের সিনিয়র সুপারেন্টটেন্ড শ্রী প্রভাত ব্যানার্জী ও সিনিয়র পোষ্ট মাস্টার শ্রীমতি অর্পিতা অধিকারী।