নিজস্ব প্রতিনিধিঃ আজ শুক্রবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ইন্ডিয়া পোস্টের স্টলের উদ্বোধন করেন চিফ পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার। এএনএম নিউজের সঙ্গে কথা বলার সময় শ্রী নীরজ কুমার বলেন, "বইমেলা এমন একটি জায়গা যেখানে কেবল কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও হাজার হাজার বইপ্রেমী আসেন এবং ঘুরে বেড়ান। প্রতি বছর আমরা এখানে একটি ছোট্ট কর্নার রাখার চেষ্টা করি যেখানে পোস্ট অফিসের তরফে বেশ কয়েকটি পরিষেবা সরবরাহ করা হয়।" যে কোনো জিনিস এই স্টল থেকে কিনতে পারেন আপনি। এমনকি গঙ্গাজলও বইমেলায় ইন্ডিয়া পোস্টের স্টলে রাখা হয়েছে। আপনি এটি জিপিও থেকেও সংগ্রহ করতে পারেন। এই প্রসঙ্গে চিফ পোস্ট মাস্টার জেনারেল জানান, ‘এই গঙ্গাজল সেই জায়গা থেকে সংগ্রহ করা হয় যেখান থেকে বিশুদ্ধতম জল পাওয়া যায় অর্থাৎ গঙ্গোত্রী থেকে। এটি ডাক বিভাগের তরফে আনা হয়। এটি একদম খাঁটি গঙ্গাজল। এটি পোস্ট অফিস বিক্রি করে। যে কেউ পোস্ট অফিসের থেকে এই গঙ্গাজল কিনতে পারেন।‘ তিনি স্টলে পাওয়া চমৎকার ডাক টিকিট, উপহার সামগ্রী এবং আধার পরিষেবা সম্পর্কেও বিশেষ মন্তব্য করেন।