নিজস্ব সংবাদদাতা: বুধবার বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়েছে, ৪ লক্ষ কোটি ডলার অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। জিডিপির নিরখে ভারত বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। ভারতের আগে রয়েছে আমেরিকা, চিন, জাপান ও জার্মানি। দেশের অর্থনীতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন বলে বঙ্গ বিজেপি একটি টুইট বার্তা দাবি করেছে।
টুইট বার্তায় বিজেপি লেখে, 'ঐতিহাসিক সাফল্য মোদী সরকারের! ভারত আজ ৪ লক্ষ কোটি ডলার অর্থনীতির দেশ! কথা রেখেছেন প্রধানমন্ত্রী, দেশের অর্থনীতিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।'