নিজস্ব সংবাদদাতাঃ বারাসত লোকসভা কেন্দ্র তুমুল উত্তেজনা। অভিযোগ, অপহৃত হয়েছেন খোদ প্রার্থী। আঙুল তৃণমূলের দিকে। এই অভিযোগ অস্বীকার করেছে এ শাসকদল।
জানা গিয়েছে, বারাসত লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কাকলি ঘোষ মঙ্গলবার মনোনয়ন জমা দিতে যান। এরপর উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা বামিহাটি এলাকায় বাপের বাড়ি চলে যান তিনি। সেই রাতেই দশ থেকে পনেরো জনের দল কাকলি ও তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে বাইকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। দু’জনের ফোন এখনও সুইচড অফ। তদন্তে নেমেছে হাবরা থানার পুলিশ।