BREAKING : নিউক্লিয়ার শক্তিকে ভয় করে না ভারত ! বড় দাবি করলেন প্রধানমন্ত্রী মোদি
পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যু, বিশেষ কমিটি গড়ল খড়গপুর আইআইটি
তিনদিনে পাকিস্তানের সামরিক কাঠামো ভেঙে দিয়েছে ভারত! যুদ্ধ বিরতি নিয়ে বড় তথ্য দিলেন প্রধানমন্ত্রী
BREAKING: ভারতের প্রতিটি কন্যা, বোন এবং মাকে অপারেশন সিঁদুর উৎসর্গ করলেন মোদী!
BREAKING : কেউ ভাবতেও পারেনি ভারত এত কঠিন সিদ্ধান্ত নেবে ! অপারেশন সিঁদুর নিয়ে বড় মন্তব্য করলেন মোদি
BREAKING: অপারেশন সিঁদুর জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে! গর্জে উঠলেন মোদী
আকাশেই যখন শত্রু নিকেশ করে ভারতীয় বায়ুসেনা, দেখুন ভিডিও -
BREAKING: সবাই জেনে গেছে মা-বোনেদের সিঁদুর মোছার পরিনাম! সাবধান করে দিলেন মোদী
"আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করে দিয়ে"- খোলাখুলি যুদ্ধ বন্ধের ঘোষণা করে দিলেন ট্রাম্প!

টলিপাড়ায় আত্মহত্যার প্ররোচনা, মামলা দায়ের ১১ জনের বিরুদ্ধে

টলিপাড়ায় থ্রেট কালচার !

author-image
Adrita
New Update
e

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ এবার থ্রেট কালচার টলিপাড়ায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, টলি পাড়ার এক হেয়ার ড্রেসারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গিল্ডের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ওই হেয়ার ড্রেসার এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে, '' আমি অন্যায় করছিলাম তাই আমাকে ৩ মাস সাসপেন্ড করেছিল। আমি মেনে নিয়েছি। কিন্তু এই ৩ মাসে আমার অনেক দেনা হয়ে গেছে। আমার বর অসুস্থ। মেয়ের পড়াশোনা আছে। পরে আমি বাইরে কাজ ধরেছিলাম কিন্তু আমাকে কাজ করতে দেয়নি। সেক্রেটারি আমাকে দুটো কাজ করতে দেয়নি। আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। কাল কাজ শুরু ছিল এক জায়গায়, কিন্তু ফোন করে জানানো হয়েছে, আমি কাজ করতে পারব না। গিল্ড থেকে যা দেওয়া হবে তাই করতে পারব। আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। '' এই ভিডিও সামনে এনেছেন টলি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।     

উল্লেখ্য, ওই হেয়ার ড্রেসারকে হাসপাতালে দেখতে গিয়েছেন টলি পাড়ার একাধিক বিশিষ্টজনেরা। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, এইও মামলায় এবার গিল্ডের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।