স্বাস্থ্য ব্যবস্থার নামে ছ্যাবলামো চলছে পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চরমতম নিশানা

কি বলা হল মমতা ব্যানার্জিকে?

author-image
Aniket
New Update
Mamata Banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার চরমতম নিশানা করলেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি স্বাস্থ্যভবন ইস্যুতে ট্যুইট করেছেন।

tarunjyotir1.jpg

তিনি ট্যুইট করে বলেছেন, "স্বাস্থ্য ব্যবস্থার নামে ছ্যাবলামো চলছে পশ্চিমবঙ্গে।। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জনস্বাস্থ্য লাটে উঠেছে"। এছাড়াও তিনি দিয়েছেন নিজের ভিডিও বার্তাও পোস্ট করেছেন। তার মমতা ব্যানার্জিকে আবার চরমতম নিশানা করে করা এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে। অনেকেই তার ট্যুইটের পাল্টা কমেন্ট করেছেন। প্রসঙ্গত, তরুণজ্যোতি তিওয়ারি একাধিকবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের মন্তব্য দিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রীর নানা পদক্ষেপের সমালোচনাও করেছেন তিনি। 

Adddd

  . . .. .  .. . . . .  .. .  . ..  . .. . . . .  ..  ..  .. . . . . . .  .. .  ..  . . . . . . . . . . . . . . . . . . . .