Sanjay Roy: আর জি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী বদল হল

আর জি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়। এবার তাঁর আইনজীবী বদল হল। সঞ্জয়ের নতুন আইনজীবী হলেন যশ জালান। সঞ্জয়ের নতুন আইনজীবী বললেন, 'লিগাল এইড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি'।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-25 at 18.26.32

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় (Sanjay Roy)। আর এবার তাঁর আইনজীবী বদল হল। সঞ্জয়ের নতুন আইনজীবী হলেন যশ জালান। সঞ্জয়ের নতুন আইনজীবী বললেন, 'লিগাল এইড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি'। তিনি আরও বলেন, 'রাজ্য সরকার ও কলকাতার তৎকালীন CP সত্য সামনে আসতে দেননি'। ওকালতানামাতেও সই করতে দেওয়া হয়নি। দাবি তুললেন সঞ্জয়ের নতুন আইনজীবী।