'সন্দীপ ঘোষ সব জানে'! তদন্তকারীদের হাতে উঠে এলো আরো চাঞ্চল্যকর তথ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষসহ কয়েকজনকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে হাজির হয় ইডি। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

author-image
Debapriya Sarkar
New Update
Sandip

নিজস্ব প্রতিবেদন : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতি মামলায় নতুন মাত্রা যোগ করতে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট) সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারে হাজির হয়েছে। ইডির চারজন অফিসার সোমবার সেখানে পৌঁছে তাঁর নিরাপত্তারক্ষী আফসার আলি ও বিপ্লব সিংকে জেরা করেন।

Dr. Sandip Ghosh with CBI

প্রাথমিক তদন্তে ইডি একাধিক আর্থিক লেনদেন ও বেআইনি টেন্ডারের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। সূত্রে জানা গেছে, এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আলিপুর আদালতে আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করে। এই আবহে, দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠদের সম্পর্ক ও লেনদেন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থাটি।

sandip ghosh

এর আগে সিবিআইও সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল এবং তাঁদের তদন্তের সঙ্গে আরজি কর দুর্নীতি মামলার সংযোগ খুঁজছে। তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশিত হলে তা জনসমক্ষে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে পারে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি বিভিন্ন বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন এবং এই দুর্নীতির মাধ্যমে বৃহৎ অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। ইডির তদন্তে আসা নতুন তথ্যগুলোর ভিত্তিতে খুনের মামলার তদন্তেও অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওঃ

এই পরিস্থিতিতে ইডি কোমর বেঁধে তদন্তে নেমেছে এবং সকল সম্ভাব্য তথ্য ও সাক্ষ্য সংগ্রহ করতে আগ্রহী। তাঁদের আশা, এই তদন্তের মাধ্যমে দুর্নীতির মূল রসদ এবং জড়িত অন্যদেরও শনাক্ত করা সম্ভব হবে।