নবান্নে প্রশাসনিক খাতে বিশাল রদবদল, সচিব পর্যায়ে হয়েছে এই বিরাট বদল

মনে করা হচ্ছে, এটি একটি রুটিন বদলি।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
143

File Picture

নিজস্ব সংবাদদাতা: বুধবার রাজ্যের একাধিক দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটাল নবান্ন। এ ব্যাপারে এদিন নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, স্বাস্থ্য ও জনকল্যাণ, পর্যটন, হিডকো, অপ্রচলিত এবং পুনঃব্যবহার যোগ্য শক্তি উৎস, দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং বিভাগীয় কমিশনার, প্রেসিডেন্সি বিভাগের অতিরিক্ত দায়িত্ব সহ কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ, কারা, পরিবেশ বিভাগের সচিব পর্যায়ে বদল আনা হয়েছে। 

কী কারণে এই রদবদল, তা সঠিক ভাবে জানা না গেলেও, মনে করা হচ্ছে, এটি একটি রুটিন বদলি। 

যা জানা যাচ্ছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব সামলাবেন ২০১৬ ব্যাচের আইএএস বিবেক কুমার। তিনি এতো কৃষি দফতরের যুগ্ন সচিব ছিলেন। একই ভাবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দায়িত্ব দেওয়া হল অভিষেক কুমার তিওয়ারিকে। হিডকোর দায়িত্বে শশাঙ্ক শেঠিকে আনা হয়েছে। এতোদিন শশাঙ্ক শেঠি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দায়িত্বে ছিলেন।

newWhatsApp Image 2024-12-16 at 19.59.31 (2)

আইপিএস ডঃ রাজেশ কুমার, এতোদিন পরিবেশ বিভাগের মুখ্য সচিব এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্বভার সামলেছেন। এবার থেকে কারা প্রশাসনের মুখ্য সচিবের দায়িত্বভার সামলাবেন তিনি। 

অপ্রচলিত ও পুনঃব্যবহারযোগ্য শক্তি উৎস বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ইয়েলুচুরি রত্নাকরা রাওকে। কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং প্রেসিডেন্সি বিভাগের বিভাগীয় কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জগদীশ প্রসাদ মীনা। পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেনকে।  

Latest TransfersPostings reg_page-0001