কলকাতাঃ কালীপুজোর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল ঘর

কালীপুজোর সন্ধ্যায় কলকাতায় দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম,নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ কালীপুজোর সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে দমদম মতিঝিলে। একটি বহুতল ভবনের দোতলার ঘরে আগুন লেগে যায় বলে খবর। সেই সময় ঘরে কেউ ছিল না বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা ঘরটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগেরবাজার থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিনও ঘটনাস্থলে যায়। দমকলের প্রাথমিক অনুমান, মোমবাতি বা প্রদীপের আলো থেকে এই আগুন লেগে থাকতে পারে। কালীপুজোর সন্ধ্যায় এমন ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকলের ২টি ইঞ্জিন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ঘরের আসবাবপত্র থেকে দামি সামগ্রী একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

অন্যদিকে গৌরাঙ্গনগর ক্ষুদিরাম পল্লিতেও এদিন ভয়াবহ আগুন লাগে। স্বপন মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে বিধ্বংসী আগুন লাগে এদিন। এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ। দু’টি আগুন লাগার ঘটনাতে হতাহতের কোনও খবর নেই।

hire