নিজস্ব সংবাদদাতা: আইরিশ এবং ভারতীয় শিল্পীরা কলকাতায় বেহালা নূতন দলের দুর্গাপুজা প্যান্ডেল ডিজাইন করতে একত্রিত হয়েছে। থিমটি উভয় দেশের শৈল্পিক ঐতিহ্যের সংমিশ্রণ। শিল্পীরা যৌথভাবে আইরিশ দেবতা দানুর সঙ্গে দুর্গার মূর্তি তৈরি করেছেন। নয়াদিল্লিতে আয়ারল্যান্ডের দূতাবাস ভারত-আয়ারল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করতে এই উদ্যোগ নিয়েছে। ভারতে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি আজ বেহালা নূতন দল দুর্গা পূজা প্যান্ডেল পরিদর্শন করেছেন।
রাত পোহালেই মহালয়া। তারপরের সপ্তাহে দুর্গাপুজো। তবে এবারের দুর্গাপুজো আগের অন্যান্য বারের থেকে অনেকটাই আলাদা। প্রতিবাদ, মিছিলের আবহে রাজ্যে দুর্গা পুজো হচ্ছে। তাই দুর্গা পুজোর রেশ কোথায় একটু খামতি পরে গেছে।