শিরোনামে যাদবপুর! ছাত্র সংসদের দ্রুত নির্বাচন চান নয়া উপাচার্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "ইউজিদের আলাদা হোস্টেল হবে। ইউজিসিকে সব তথ্য দিয়েছি।"

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ন,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ যাদবপুরে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে উদ্যোগী নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য। সোমবার বিশ্ববিদ্যালয়ে বৈঠক ছিল। সেই বৈঠক থেকে বেরিয়ে উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, "ছাত্র সংসদ নির্বাচন করানোর জন্য রাজ্যকে জানাবেন। সিসিটিভি ইতিমধ্যেই বেশ কিছু ডিপার্টমেন্টে আছে। তার মধ্যে জিওগ্রাফি ও ম্যাথামেটিক্সের প্রতিটা করিডরে আছে। অন্য়ান্য যে জায়গায় নেই, প্রধানরা বলেছেন তাঁদের কোনও আপত্তি নেই। অভিজ্ঞদের ডেকে এনিয়ে আমরা খুব তাড়াতাড়ি বৈঠক করব। সরকারকে বলব যত তাড়াতাড়ি সম্ভব ছাত্র সংসদের নির্বাচনটা যেন তারা ব্যবস্থা করে।" 

সোমবার উপাচার্যের সঙ্গে অ্যান্টি র‌্যাগিং কমিটি ও ওয়েলফেয়ার বোর্ডের বৈঠক ছিল। উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, "আমি আগেও বলেছি, শিক্ষা প্রতিষ্ঠানের একটা নিরাপত্তা প্রয়োজন। তা আমাদের নিশ্চিত করার কথা। ইউজিসির গাইডলাইনে সিসিটিভি নিয়ে যা উল্লেখ আছে, তা তো মানা হবেই। সঙ্গে প্রয়োজন হলে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা RFID ব্যবস্থাও করা হবে।" 

একইসঙ্গে তিনি জানান, ওয়েলফেয়ার বোর্ডের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ইউজিসির গাইডলাইন অনুযায়ী হোস্টেল বণ্টন করা হবে। কিছু পড়ুয়া জানিয়েছে, সামনে পরীক্ষা। তবে উপাচার্য বলেন, "যদি সেমেস্টার না হয় তাহলে কোনও সমস্যা হবে বলে আমার মনে হয় না। কারণ, ক্লাস টেস্ট বা ইন্টারনাল অ্যাসেসমেন্টে সমস্যা হবে না। ওদের সমস্যার কথা আমরা ভাবব। তবে আমাদের কাছে প্রাধান্য পাবে ইউজিসির গাইডলাইনকে মান্যতা দেওয়া। ইউজির জন্য আলাদা হোস্টেলের কথা বলা হয়েছে। যে কোনও মূল্যে তা করা হবে।"