নিজস্ব সংবাদদাতা: আবহাওয়ার ভোলবদল চলছে বাংলায়। আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট বলছে যে সোমবার অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বদলে যাবে আবহাওয়ার গতি।
আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২- ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এর পাশাপাশি ফের একবার বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী দুই দিনের মধ্যে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। এর ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই।
তবে মঙ্গলবার থেকে ফের একবার বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ৫ নভেম্বর ফের ভিজে যেতে পারে দক্ষিণের একাধিক জেলা। মঙ্গলবার ও বুধবার দু’দিনই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩১ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে। এর সঙ্গে আবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রির ঘরে। রবি ও সোমবারে বৃষ্টি হবে না কলকাতাতেও। বুধবার নাগাদ কলকাতায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে।