সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! রাতেই ঝমঝমিয়ে নামছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

সতর্কতা জারি হল কোন কোন জেলায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
rain1674384089

নিজস্ব সংবাদদাতা: দেশের বেশিরভাগ অংশে সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কঙ্কন, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশে। তেলেঙ্গানা, ছত্রিশগড়, রাজস্থান ওড়িশা, উত্তর প্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

e429ots8_kerala-rains_625x300_30_May_24.webp

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি এখন অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে। শুক্রবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়।

Adddd