রংবাজি দেখাতে শুরু করেছে হাড়কাঁপানো শীত
শীত আর বৃষ্টির দ্বিমুখী ইনিংসে আপাতত বিরতি। বড় আপডেট দিয়ে দিল আবহাওয়া দফতর। এই মরশুমের শীত কিছুটা বিলম্বিত হলেও জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ যেতে না যেতেই রংবাজি দেখাতে শুরু করেছে হাড়কাঁপানো শীত।
শীত আর বৃষ্টির দ্বিমুখী ইনিংসে আপাতত বিরতি। বড় আপডেট দিয়ে দিল আবহাওয়া দফতর। এই মরশুমের শীত কিছুটা বিলম্বিত হলেও জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ যেতে না যেতেই রংবাজি দেখাতে শুরু করেছে হাড়কাঁপানো শীত।
পূর্বাভাস বলছে, আজও উত্তরবঙ্গে কোল্ড ডে পরিস্থিতি থাকবে। সকালে মেঘলা আকাশ ও কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মাত্র দু একটি জেলায়। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। মোটের উপর শুস্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। যদিও সিকিমে তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন।
{{ primary_category.name }}