খেলা শুরু! কবে থেকে 'তোলপাড়' চালাবে ঝড়-বৃষ্টি?

ঝড়-বৃষ্টির মেগা খেলা শুরু হতে চলেছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
rainbe

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে। ধীরে ধীরে এই নিম্নচাপ উত্তর দিকে এগিয়ে যাবে। এবার এর ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজবে।

i7dus57g_delhi-rains_625x300_29_May_24.webp

 দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি শুরু হবে সোমবার থেকে। মালদা ও দুই দিনাজপুর জেলাতেও বৃষ্টি হবে আগামীকাল। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা-সহ সংলগ্ন জেলা গুলির আবহাওয়া পাল্টে গেছে কারণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরো বেশি শক্তিশালী হচ্ছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব দেখা দেবে আজ থেকেই। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলে শুরু হবে বৃষ্টি। 

rain photography

দক্ষিণবঙ্গের পূর্ব, পশ্চিম মেদিনীপুর জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় সোম থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলেই জানা গেছে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

rain1674384089