নিজস্ব সংবাদদাতা: দার্জিলিংয়ে মাইনাসে তাপমাত্রা চলে যাচ্ছে আর দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা গড়ের চেয়ে বেশ কয়েক ডিগ্রি কম আছে৷ সকাল থেকে ঠান্ডা, জলো বাতাস স্বাভাবিক জীবনযাত্রায় একেবারে কাঁটা বিছিয়ে দিল৷ এদিকে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে চারটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে৷ এর জেরে আবহাওয়ার এই নাকাল করা পরিস্থিতি আরও ২-৩ দিন জারি থাকবে৷
রাতের তাপমাত্রা ক্রমশ বেড়ে যাবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে চলে যাবে। শীতের আমেজ থাকলেও কাঁপন কমে যাবে। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামতে পারবে না।