নিজস্ব সংবাদদাতা: আগামী দুই থেকে তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হুগলী জেলায় বৃষ্টির সতর্কতা জারি হল।
/anm-bengali/media/media_files/HJgjOSBDdJiqUa5qfimm.webp)
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এখন।
/anm-bengali/media/post_attachments/c302adf6fdd9963ea868302e9e1aefa4a7ce5c6b13853b7139b2cddebd9a7f03.webp)