নিজস্ব সংবাদদাতা: একদিকে ঝড়-বৃষ্টির দাপট আর অন্যদিকে চলছে শৈত্যপ্রবাহ। এতে কার্যত নাস্তানাবুদ দেশের মানুষ। সমতল থেকে পাহাড়ি এলাকায় শৈত্যপ্রবাহ জারি রয়েছে। তামিলনাড়ুর উটির পার্বত্য এলাকাতেও পারদ শূন্যের -নীচে আছে। তথৈবচ হাল কাশ্মীর থেকে কলকাতার। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ঠান্ডা থেকে রেহাই নেই। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির অনেক অংশে ১৯ জানুয়ারি পর্যন্ত এবং কিছু অংশে ২২ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা জারি থাকবে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ, বিহার, উত্তর রাজস্থান, ঝাড়খণ্ড, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ঘন কুয়াশা থাকতে পারে। আগামী ৩-৪ দিনের মধ্যে, বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমবে। এমনকি বেশিরভাগ জায়গায় থেমেও যাওয়ার সম্ভাবনা। তবে আগামী সপ্তাহের শুরুতে আবারও বৃষ্টি শুরু হতে পারে।