নিজস্ব সংবাদদাতা: সিবিআই-এর পর রাজ্যে এলো IMA-চিকিৎসক মণ্ডলীর কেন্দ্রীয় নেতৃত্ব। দীর্ঘ ৫ দিন ধরে চলা চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে চিন্তায় রয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা। চিকিৎসকদের দাবিগুলি যে ভিত্তিহীন নয়, তা মেনে নিয়েছে আইএমএ-ও। তাই এবার এরাজ্যে এসে মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি এবিষয়ে কথা বলতে চান আইএমএ-র কেন্দ্রীয় নেতৃত্ব।
দলে রয়েছেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি। যা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের জন্যে ইতিমধ্যেই মেইল পাঠানো হয়েছে আইএমএ-র তরফে। একই সাথে আজ নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সাথে দেখা করতে পারেন আইএমএ-র কেন্দ্রীয় নেতৃত্বরা, বলেও জানা যাচ্ছে।