দ্রুত ব্যবস্থা নিতে হবে! মুখ্যমন্ত্রী কড়া বার্তা আইএমএ সর্বভারতীয় সভাপতির

মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে কঠোর বার্তা দেন আইএমএ সর্বভারতীয় সভাপতি।

author-image
Tamalika Chakraborty
New Update
ক্কজন

নিজস্ব সংবাদদাতা:  জুনিয়র চিকিৎসকরা অনশন করছেন।  দ্রুত জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে আগেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আই এম এ - র পশ্চিমবঙ্গ শাখা।  এবার আইএমএ সর্বভারতীয় সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন। 

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে চিঠিতে জুনিয়র ডাক্তারদের লাগাতার অনশনে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএ।  প্রায় এক সপ্তাহ ধরে আমরণ অনশন করছেন। চিঠিতে আইএমএ জানিয়েছে, জুনিয়র চিকিৎসকদের নায্য দাবিকে সমর্থন করছে আইএমএ। রাজ্য সরকার সমস্ত দাবি পূরণে সক্ষম,  অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করা হয়। সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের তরফে জানানো হয়েছে, ' শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা কোনও বিলাসিতা নয়, এটা পূর্ব শর্ত। সরকারের প্রধান এবং বয়োজ্যেষ্ঠ হিসেবে আপনার কাছে বিষয়টি মেটাতে উদ্যোগী হওয়ার আবেদন জানাচ্ছি। গোটা দেশের চিকিৎসক সমাজ উদ্বিগ্ন। আমাদের বিশ্বাস, জুনিয়র ডাক্তারদের জীবন বাঁচাতে আপনি সচেষ্ট হবেন। IMA এর জন্যে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।'  

এর আগে আইএমএ  বাংলা শাখার তরফে জানানো হয়েছে, "প্রশাসন বাড়তি উদ্যোগ নিয়ে অনতিবিলম্বে সমাধানে সচেষ্ট হোন। না হলে চরম পদক্ষেপ নেওয়া ছাড়া চিকিৎসক সমাজের আর কোনও উপায় অবশিষ্ট থাকবে না।" শনিবার সাড়ে আটটা নাগাদ জুনিয়র চিকিৎসকদের ছয় জন প্রতিনিধি অনশনে বসেন। এরপরের দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই প্রতিনিধি ও ধর্মতলায় জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো আন্দোলনে বসেন। সোদপুরে নিহত চিকিৎসকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন মা-বাবা। আজ সেখানেও যাবেন জুনিয়র ডাক্তাররা।  

 tamacha4.jpeg