নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সোমবার চিপকো আন্দোলনের ৫০ বছর উদযাপন করল। অনুষ্ঠানটি পরিবেশ ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানের মুখ্য বক্তা হিসাবে ছিলেন - ড. কল্যাণ রুদ্র, চেয়ারম্যান, WBPCB, ডঃ রাজেশ কুমার, আইপিএস, প্রধান সচিব, পরিবেশ বিভাগ এবং সদস্য সচিব, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং শ্রী সুব্রত ঘোষ, ওএসডি, WBPCB ৷ মূলত, পরিবেশ বাঁচানোর বিষয় নিয়ে এবং দূষণ কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই সব বিষয় নিয়ে এদিন আলোচনা হয় এই অনুষ্ঠানে।
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে, পরিবেশ বিভাগের প্রধান সচিব আইপিএস ডঃ রাজেশ কুমার বলেন, "উত্তরাখণ্ডের বাসিন্দারা একটা শর্তই মেনে চলেন। তারা জানেন 'গাছ কাটা হলে, নষ্ট হবে জীবন'। আর তারা সেই কথায় অকপটে বলে চলেন সকলকে। যেন এক অহিংস আন্দোলন লড়ে চলেছেন তারা এই ভাবেই"। ডঃ রাজেশ কুমার আরও কি বলেছেন, তা শুনতে চোখ রাখুন নীচের ভিডিওয়।
এদিন আলোচনা ছাড়াও “রঙিন পোস্টার প্রতিযোগিতা” বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।