নিজস্ব সংবাদদাতা: তাপপ্রবাহের কারণে (Heatwave) রাজ্যের সরকারি স্কুলগুলিতে (State Govt School) গ্রীষ্মের ছুটি (Summer Vacation) এগিয়ে দিয়েছে রাজ্য সরকার। বেসরকারি স্কুলগুলিকে এই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন জানিয়েছে শিক্ষা দফতর (Education Department)। রাজ্য সরকারের নির্দেশিকা যুক্ত করে অনুমোদিত সব স্কুলকে গরমের ছুটি এগিয়ে আনতে বিজ্ঞপ্তি জারি করল স্কুল আইসিএসই বোর্ড (ICSE Board)। বোর্ডের প্রধান কার্যনির্বাহী ও সচিবের গেরি আরাথুনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিটি সমস্ত অনুমোদিত স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে।