নিজস্ব সংবাদদাতা: আশা কর্মীদের ৭৫০ টাকা মাসিক বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মী, ICDS কর্মী, ICDS হেল্পারদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। সেখানে এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য - আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা - আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা'।