নিজস্ব সংবাদদাতা: এবার ফের ট্যুইট করে শোরগোল ফেলে দিয়েছেন তথাগত রায়।
বিবেকানন্দের হয়ে তিনি ট্যুইট করে বলেছেন, "আমি বিবেকানন্দ বলছি: বাঙালিদের বলছি। তোদের মত জাতি দ্বিতীয় নেই। প্রধানমন্ত্রী ধ্যানে বসেছে। ঠিক যেখানে আমি ধ্যানে বসেছিলাম সেখানেই বসেছে প্রধানমন্ত্রী। তোরা বাঙালিরা পুরী গিয়ে সমুদ্রে লাফাবি, দার্জিলিং এর পাহাড়ে আদিখ্যেতা করে ছবি তুলবি তবু কোনদিন বেলুড় বা কন্যাকুমারীতে ধ্যানে বসবি না। এখন দেখে হিংসা করিস না। কন্যকুমারীর মাহাত্ম্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। নতুন করে জানার চেষ্টা করছে। ধ্যানের মাধ্যমে সনাতনের মাহাত্ম্য জানছে।কোন ক্ষতি নেই। দেশের লাভ। ওটা দখল করতে চেয়েছিল খৃষ্টানরা। তোরা কিছুই করিস নি। উদ্ধার করেছে এক মারাঠি। আমার জন্য তোদের কোন অবদান নেই। আমার শিকাগো যাওয়ার টাকাও দিয়েছিল ওই দক্ষিন ভারতের লোকেরাই। তোদের বাপঠাকুর্দা দেয় নি। আমি বিদেশ গেলাম। হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমান করলাম। সারা পৃথিবী মেনে নিল সনাতনই শ্রেষ্ঠ। তোরা মানলি না। তোরা বাঙালি হয়ে আমার কথাগুলোকেই বদলে দিলি। আমি কোথাও বলিনি গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভাল। তোরা আমার মুখে সেটা বসিয়ে প্রচার করে দিলি। আমি কোথাও সর্বধর্মসমন্বয় ধর্মনিরপেক্ষতা এসব গাঁজাখুরি কথা বলিনি। বারবার সনাতনের শ্রেষ্ঠত্বকেই তুলে ধরেছি। গর্বের সঙ্গে হিন্দু বলতে বলেছি। তোরা পারিস নি। তোরা যেমন কাপুরষ ছিলি তেমনই থেকে গেলি। একজন সাহসী গুজরাটী সাহসের সঙ্গে সনাতনকে সারা পৃথিবীতে পৌঁছে দিচ্ছে। পিছনে লাগিস না৷ মনে রাখিস আমিই বলেছিলাম পৃথিবীটা সাহসী মানুষদের জন্য। তোদের মত কাপুরুষ আর ধান্ধাবাজদের জন্য নয়। সিংহকে সিংহের মত থাকতে দে। আগামীর পৃথিবী সনাতনের। তোরা মানলি আর না মানলি আমার বয়েই গেল"। আর তথাগত রায়ের এই ট্যুইটকে ঘিরে ফের শোরগোলের বিস্ফোরণ ঘটেছে। তবে তিনি জানিয়েছেন পুরো লেখাটিই সংগৃহীত।
আমি বিবেকানন্দ বলছি: বাঙালিদের বলছি।তোদের মত জাতি দ্বিতীয় নেই। প্রধানমন্ত্রী ধ্যানে বসেছে। ঠিক যেখানে আমি ধ্যানে বসেছিলাম সেখানেই বসেছে প্রধানমন্ত্রী। তোরা বাঙালিরা পুরী গিয়ে সমুদ্রে লাফাবি, দার্জিলিং এর পাহাড়ে আদিখ্যেতা করে ছবি তুলবি তবু কোনদিন বেলুড় বা কন্যাকুমারীতে ধ্যানে…
— Tathagata Roy (@tathagata2) June 2, 2024