আমার কোনো আফসোস নেই, মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিয়েই এবার মুখ খুললেন অখিল গিরি- বড়সড় মন্তব্য- শোরগোল চলছে

কি বললেন অখিল গিরি? 

author-image
Aniket
New Update
1670947380_lead-akhil-abp

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা জমা দিয়ে এবার মুখ খুললেন অখিল গিরি। তিনি জানিয়েছেন, ইস্তফা দেওয়ার জন্য তার কোনো আফসোস নেই।

মহিলা বন কর্মকর্তার প্রতি তার অসম্মানজনক মন্তব্যের বিষয়ে, পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং টিএমসি নেতা অখিল গিরি বলেছেন, "আমি কিছুই বলব না। দল আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে এবং আমি পদত্যাগ করেছি। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। আমি বিধানসভার সদস্য। আজ বিধানসভা অধিবেশনের শেষ দিন। তাই, আমি সেখানে যাচ্ছি। বন দফতর যে অভিযোগ করবে মুখ্যমন্ত্রী তা আমলে নেবেন। আমি তাদের অভিযোগের কথা বলব না। আমার এটা অনুশোচনা না। বিরোধীদের কথা বলতে দিন।" উল্লেখ্য, অখিল গিরি ইস্যুতে শোরগোল চলছেই।

 

Adddd