আমি অনেক তোয়াজ করে ইনফোসিসকে হেতায় এনিচি, তোমরা আবার ওদের ওপর তোলাবাজি আর ‘লোকাল ছেলেদের চাকরি দাবী’ করে আমার পাকা ধানে মই দিওনি বাপধনেরা- কি বললেন তথাগত রায়?

তথাগত রায় কি বললেন?

author-image
Aniket
New Update
tathagata roy

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: তথাগত রায় এবার মমতা ব্যানার্জিকে নিশানা করে বড় ট্যুইট করেছেন।

Tathagata Mamataqw1.jpg

 তিনি বলেছেন, "এর মানে কি ? মানে, আমি অনেক তোয়াজ করে ইনফোসিসকে হেতায় এনিচি। তোমরা আবার ওদের ওপর তোলাবাজি আর ‘লোকাল ছেলেদের চাকরি দাবী’ করে আমার পাকা ধানে মই দিওনি বাপধনেরা ! তা’বলে তোমাদের তোলাবাজির অধিকার তো অস্বীকার করতে পারিনি বাপু! তাই নিজের পাড়ায় মুদির দোকানে যত পার তোলাবাজি কর। মুদি সেই তোলার খরচ জিনিসের দামের মধ্যেই চড়িয়ে দেবে!" তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।