নিজস্ব সংবাদদাতা: ফের বিস্ফোরক ট্যুইট করলেন তথাগত রায়। তথাগত রায় ট্যুইট করে বলেছেন, "বিশেষ একজন বিজেপি কার্যকর্তাকে মুলোরা যেরকম সমর্থন ও প্রশংসা করছে তা দেখে আমি অভিভূত।"
তথাগত রায়ের নিশানায় কে? তাই নিয়ে উঠছে প্রশ্ন।
বিশেষ একজন বিজেপি কার্যকর্তাকে মুলোরা যেরকম সমর্থন ও প্রশংসা করছে তা দেখে আমি অভিভূত।