যোগীরাজ্যে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ স্বামী, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্ত্রী

২২ ফেব্রুয়ারি গ্রামের অনেকের সঙ্গে টুরিস্ট বাসে বীরভূমের মল্লারপুর থেকে কুম্ভস্নানের উদ্দেশে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়েছিলেন বামাপদ রাউত । তারপর থেকেই তিনি নিখোঁজ ৷

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
lkAJSBNJK

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: প্রয়াগরাজে  মহাকুম্ভে স্নানে গিয়ে নিখোঁজ স্বামী ৷ যোগী সরকার অসহযোগিতা করছে ৷ এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন বছর ৬৫-এর বামাপদ রাউতের স্ত্রী । স্বামীর ছবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রামপুরহাট মহকুমাশাসকের কাছে আবেদনপত্র জমা দিলেন মঞ্জু রাউত । মহকুমাশাসক আবেদনপত্র মমতার কাছে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন । 

পরিবার সূত্রে খবর, চলতি বছরের ২২ফেব্রুয়ারি গ্রামের অনেকের সঙ্গে টুরিস্ট বাসে বীরভূমের মল্লারপুর থেকে কুম্ভস্নানের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়েছিলেন বামাপদ রাউত । ২৪ ফেব্রুয়ারি বিকেলে কুম্ভস্নান ঘাটের ৪ নম্বর সেক্টরে পৌঁছে যান তিনি । সন্ধ্যার দিকে ত্রিবেণী সঙ্গম ঘাটে পরিবারের সকলে একই সঙ্গে স্নান সারেন । কিন্তু স্নান সেরে ফেরার সময় গ্রামের লোকজন তাঁকে আর দেখতে পাননি । তারপর থেকেই নিখোঁজ বামাপদবাবু। 

Mamata Banerjee