নিজস্ব সংবাদদাতা: শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছিল তৃণমূল। রেয়াত করা হবে না কাউকেই। সেই পথেই এবার শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শোকজ করা হল বিধায়ক হুমায়ুন কবিরকে। শোকজ করে দিল শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধানসভায় কমিটির আলোচনার পরেই নেওয়া হল এই সিদ্ধান্ত। তিন দিনের মধ্যে জবাব দিতে হবে তাকে।