মহালয়ার দিনেই বিচারের দাবি আরও তীব্র হচ্ছে! মহামিছিলে জনজোয়ার কলকাতার রাস্তা

জুনিয়র চিকিৎসকদের ডাকে মহামিছিলে জনজোয়ার সাধারণ মানুষের।

author-image
Tamalika Chakraborty
New Update
junior doctors rally

নিজস্ব সংবাদদাতা: আরজি করে কাণ্ডের বিচার চেয়ে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে মহানগরের রাজপথ কার্যত জনসমুদ্রে পরিণহত হয়েছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। এই মহামিছিলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পা মিলিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। মহামিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। উই ওয়ান্টি জাস্টিস' স্লোগানে কলকাতার রাস্তা মুখরিত হয়েছে। 

Junior Doctors

মিছিলে এক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বলেন, " অভয়ার ন্যায়বিচারের ৫৪তম দিন। আজও বিচারহীন। আমার মনে হয়, সকলের ব্যক্তিগত সমস্যা দূরে রেখে ন্যায় বিচারের দাবি আরও জোরাল হওয়া প্রয়োজন। আজ মহালয়ার দিন। মা স্বয়ং  মর্ত্যলোকে নেমে এসেছেন আমাদের সঙ্গে এই অসুর নিধরনের কাজে। আজ লড়ছি, লড়ব। যে কোনও মূল্যে বিচার আমরা ছিনিয়ে আনব। "

জুনিয়র চিকিৎসকরা নতুন করে কর্মবিরতি ডেকেছেন। এই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকরা বলেন, তাঁদের নিরাপত্তা এখনও নিশ্চিত নয়। তার প্রমাণ সাগর দত্ত মেডিক্যাল কলেজ। সেখানে রোগীর পরিবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের মারধর করেছেন। এছাড়াও জুনিয়র চিকিৎসকদের ওপর হুমকি অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি নিজেদের নিরাপত্তার দাবি সহ আরও একাধিক দাবিতে তাঁরা কর্মবিরতি নতুন করে শুরু করেছেন। 

 tamacha4.jpeg