নিজস্ব সংবাদদাতা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বাংলায় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কি সেমেস্টার চালু হবে? সবদিক ঠিকঠাক থাকলে যারা এবার মাধ্যমিক পাস করবেন তারা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট চারটি পরীক্ষা দেবেন। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। সেমেস্টার পদ্ধতি চালু করা হলে পাঠ্যক্রমের কিছু রদবদল করা হবে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিকাশ ভবনে সেই সংক্রান্ত সিলেবাস পাঠিয়েছে। বিকাশভবন আপাতত সম্মতি দিয়েছে বলে খবর।
সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক হলে ২০২৪ সালের নভেম্বর মাসে হবে প্রথম সেমেস্টার, ২০২৫ সালের মার্চ মাসে হবে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার। এরপর ২০২৫ সালের নভেম্বর মাসে হবে দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার। এরপর ২০২৬ সালের মার্চ মাসে হবে দ্বিতীয় সেমেস্টার।