নিজস্ব সংবাদদাতা: ফের বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্যে রক্ষা। হাওড়া নলপুরের কাছে সাতসকালেই বেলাইন ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। বড়সড় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও ঘটনা না ঘটলেও কেন বেলাইন হল ট্রেন সেই প্রশ্ন ঘুরছে সকল মহলেই। ইতিমধ্যেই জোরকদমে উদ্ধার কাজ শুরু করেছে রেল। ঘটনাস্থলে গিয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। কীভাবে ট্রেন বেলাইন হল তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ায় অন্যান্য দিকে রেল চলাচলে প্রভাব পড়েছে। হাওড়া থেকে যে ট্রেনই ছাড়ছে তাই ধীর গতিতে লাইন ক্রস করছে। ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছেও ধীর গতিতে। এদিকে শালিমার থেকে ছাড়া বহু ট্রেনই এই মুহুর্তে বাতিল করা হয়েছে। আর বহু ট্রেনের সময় সীমা পরিবর্তন করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের সব স্টেশনেই বাড়ছে ভিড়। সমস্যায় মেদিনীপুর থেকে হাওড়া গ্রামে সমস্ত যাত্রীরা। সকাল থেকেই মেদিনীপুর স্টেশনে প্যাসেঞ্জারদের ভিড়। সকাল থেকেই হাওড়াগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। পুরী বন্দেভারত ট্রেনও নির্দিষ্ট সময়ের অনেক পড়ে ছাড়বে বলেই রেলের তরফে জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই স্টেশনে এসে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।
এদিকে, এখনও পর্যন্ত মেদিনীপুর স্টেশন থেকে যে সমস্ত ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় সেই সমস্ত ট্রেন যাত্রীদের টিকিটের মূল্য নির্দিষ্ট সময়ের পর ফেরত দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে।