নিজস্ব সংবাদদাতা:হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায় একাধিক ট্রেন বাতিল হল। ব্রিজ মেরামত-রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করছে রেল। জানাল ইস্টার্ন রেলওয়ে। নিত্যযাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে শনি ও রবিবার বেছে নেওয়া হয়েছে কাজের জন্য।
১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার: হাওড়া থেকে তারকেশ্বর: 37349, 37351 এবং তারকেশ্বর থেকে হাওড়া: 37354 বাতিল
১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার:
ডাউন (DN) ট্রেন বাতিল:
তারকেশ্বর থেকে হাওড়া: 37312, 37314, 37316, 37318, 37320, 37356, 37322, 37328
হরিপাল থেকে হাওড়া: 37308
গঘাট থেকে তারকেশ্বর: 37390
তারকেশ্বর থেকে শেওড়াফুলি: 37412, 37416
গঘাট থেকে হাওড়া: 37372
আরামবাগ থেকে হাওড়া: 37360
আপ (UP) ট্রেন বাতিল:
হাওড়া থেকে গঘাট: 37371, 37373
হাওড়া থেকে আরামবাগ: 37359
হাওড়া থেকে হরিপাল: 37307
হাওড়া থেকে তারকেশ্বর: 37309, 37353, 37311, 37313, 37315, 37317
শেওড়াফুলি থেকে তারকেশ্বর: 37411, 37415