নিজস্ব সংবাদদাতা: আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর প্রায় ২০০টি ট্রেন বাতিল করে দেওয়া হল রেলের তরফে। জানা গিয়েছে যে এই ৩ দিন হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ চলার কারণেই বিপুল সংখ্যক ট্রেন বাতিলের সিদ্ধান্ত।
হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেল পথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে যুক্ত করা হবে। এই কাজ চলার ফলে বহু যাত্রী আগামী দিনে লাভবান হবেন। তাই বৃহত্তর স্বার্থের জন্যই ৩ দিন ধরে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল।
মশাগ্রাম-বাঁকুড়ার এই রেলপথের উচ্চতা বেশি হওয়ায় বহুদিন ধরে এই দুই রেলপথ সংযুক্ত হয়নি। তবে সেই পরিকাঠামো তৈরির কাজই চালাচ্ছিল রেল। সেই কাজ সম্পন্ন হয়েছে। এবার পূর্ব রেলের কর্ড শাখার রেললাইনের সঙ্গে সিগন্যালিং এবং অন্য় সব ব্যবস্থা জুড়ে দেওয়া হবে। মশাগ্রাম স্টেশনে ইন্টারলকিং হবে।