নিজস্ব সংবাদদাতা: হাওড়ায় পানীয় জলের সংকট মেটাতে কলকাতা পুরসভা ১৫টি জলবাহী ট্যাঙ্ক পাঠিয়েছে। শুক্রবার দুপুরে এই জল সরবরাহ শুরু হয়। যতদিন না হাওড়ায় স্বাভাবিক জল সরবরাহ পুনরুদ্ধার হয়, ততদিন কলকাতা পুরসভা এই পরিষেবা চালিয়ে যাবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বেলগাছিয়ায় ভূমিধসের জেরে পাইপলাইন ফেটে যায়, যার ফলে বহু বাসিন্দা জলের অভাবে পড়েন। ধসের ফলে প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকায় ফাটল দেখা দেয়, এবং রাস্তার ধারে থাকা পাঁচিলও ভেঙে পড়ে। মাটির নিচ থেকে হাওড়া পুরসভার পাইপলাইন বেরিয়ে আসায় তা ক্ষতিগ্রস্ত হয়।
/anm-bengali/media/media_files/bPO5SjtzJ8721vbXgDaU.jpg)
হাওড়া পুরসভা ও কেএমডিএ শুক্রবার বৈঠকে বসছে এই সমস্যার সমাধান খুঁজতে। বৈঠকে উপস্থিত থাকবেন - হাওড়া পুরসভার প্রশাসক, কেএমডিএ প্রতিনিধিরা এবং হাওড়ার জেলাশাসক। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী এই প্রসঙ্গে জানিয়েছেন, দ্রুত মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি। আগামী ৩-৪ দিন এই সমস্যা থাকবে বলেই জানা যাচ্ছে।