নিজস্ব সংবাদদাতা: আগামী ৬ মার্চ চালু হচ্ছে গঙ্গার নীচে দিয়ে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। এইদিন থেকেই শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ (Howrah Maidan to Esplanade Metro)। দীর্ঘদিন ধরেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রুটের কাজ চলছে। সেক্টর ফাইভ-করুণাময়ী-সেন্ট্রাল পার্ক-সিটি সেন্টার ১-বেঙ্গল কেমিক্যাল-সল্টলেক স্টেডিয়াম-ফুলবাগান-শিয়ালদহ-এসপ্ল্যানেড-নিউ মহাকরণ-হাওড়া ও হাওড়া ময়দান স্টেশন এই ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের আওতায় পড়ছে। হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের জন্য গঙ্গার তলা দিয়ে চলাচল করবে এই মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে মেট্রো পরিষেবা ৬ মার্চ থেকে চালু হবে।
/anm-bengali/media/post_attachments/228472eb1e47c59f61091cb97e705190bc4a868111112fca431ecc02e4c51c3d.webp)
/anm-bengali/media/post_attachments/4d63c08d1ce580cc057f847e66b77bc9525ba20054c14cc850b7db12a45c8c0f.jpeg)
/anm-bengali/media/post_attachments/358a644da576703825343a2b63f611819da91f2ae1046d8e73df2168dd08bc69.jpeg)
/anm-bengali/media/post_attachments/b3224d6ce5fbd4752ef02d044cd21d62e31742bbb34c84f97b794cfbf43edc05.webp)