Kolkata Metro: গঙ্গার নীচে দিয়ে মেট্রো পরিষেবা চালু হচ্ছে ৬ মার্চ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গঙ্গার নীচে দিয়ে মেট্রো পরিষেবা চালু হচ্ছে ৬ মার্চ।

author-image
Shroddha Bhattacharyya
New Update
zxcvbn

নিজস্ব সংবাদদাতা: আগামী ৬ মার্চ চালু হচ্ছে গঙ্গার নীচে দিয়ে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। এইদিন থেকেই শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ (Howrah Maidan to Esplanade Metro)। দীর্ঘদিন ধরেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রুটের কাজ চলছে। সেক্টর ফাইভ-করুণাময়ী-সেন্ট্রাল পার্ক-সিটি সেন্টার ১-বেঙ্গল কেমিক্যাল-সল্টলেক স্টেডিয়াম-ফুলবাগান-শিয়ালদহ-এসপ্ল্যানেড-নিউ মহাকরণ-হাওড়া ও হাওড়া ময়দান স্টেশন এই ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের আওতায় পড়ছে। হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের জন্য গঙ্গার তলা দিয়ে চলাচল করবে এই মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে মেট্রো পরিষেবা ৬ মার্চ থেকে চালু হবে।

Add 1

cityaddnew

স

Addd 3