নিজস্ব সংবাদদাতা: হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ১৫ নম্বর প্ল্যাটফর্মের উপরে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের জরুরি কাজ চলার জেরে আজ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত টানা ২ সপ্তাহ হাওড়া শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে৷ বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷ হাওড়া থেকে ছেড়ে যাওয়া এবং হাওড়াগামী আপ এবং ডাউন দু’ দিকের ট্রেনই বাতিল হওয়ার ফলে যাত্রী হয়রানির যথেষ্ট আশঙ্কা থাকছে৷
যে ট্রেনগুলি বাতিল:
সকাল ৭.৩৫ মিনিটের আপ হাওড়া মেচেদা লোকাল (৩৮৩০৩)৷ এ ছাড়াও সকাল ৯.৫৫, বেলা ১১.৩৫, দুপুর ১.৫০. বিকেল ৫টা, সন্ধে ৬.৩০, রাত ৮.৪৫, রাত ৯.১৫ মিনিটের আপ পাঁশকুড়া লোকালগুলিও হাওড়া থেকে বাতিল থাকবে৷ ২ সপ্তাহ হাওড়াগামী দু জোড়া মেচেদা লোকাল এবং চার জোড়া পাঁশকুড়া লোকাল বাতিল
হাওড়া পর্যন্ত না এলেও বেশ কয়েক জোড়া মেচেদা, উলুবেড়িয়া, পাঁশকুড়া, মেদিনীপুর লোকাল হাওড়ার বদলে সাঁতরাগাছি পর্যন্ত পাবেন৷ ঘাটশিলা- হাওড়া মেমু এক্সপ্রেসও সাঁতরাগাছি পর্যন্ত পরিষেবা দেবে। সাঁতরাগাছি থেকেও তিন জোড়া পাঁশকুড়া এবং দু জোড়া উলুবেড়িয়া লোকাল চলবে।