নিজস্ব সংবাদদাতা: রবিবার অর্থাৎ আগামীকাল হাওড়া থেকে একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হল। ফলে ভোগান্তি হবে নিত্য যাত্রীদের। রবিবার অফিস ছুটি হলেও মুশকিলে পড়বেন তারা যাত্রা ট্রেনে করে এদিক ওদিক ঘুরতে যান। হাওড়া-বর্ধমান কর্ড সেকশনে ট্র্যাক, সিগন্যাল এবং ওভারহেড সরঞ্জাম রক্ষণাবেক্ষণের কাজ চলার দরুণ ট্রেন বাতিল থাকবে।
/anm-bengali/media/media_files/Jz0XIH3TdHScuGNRTfFL.jpg)
হাওড়া থেকে ২টি, চন্দনপুর থেকে ১টি, বর্ধমান থেকে ১টি, ডানকুনি থেকে ২টি, শিয়ালদা থেকে ২টি ট্রেন চলবে না। এছাড়াও মুম্বই-হাওড়া এক্সপ্রেস, শালিমার-এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, এলটিটি-হাতিয়া এক্সপ্রেস চলবে না।